শিরোনাম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলা জেলার ৪৬ টি শহিদ পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
বিস্তারিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলা জেলার ৪৬ টি শহিদ পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ০৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ বেলা ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
জনাব মোঃ আজাদ জাহান, জেলা প্রশাসক, ভোলা মহোদয় প্রধান অতিথি এবং জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪৬ টি শহিদ পরিবারের সদস্যদের প্রত্যেককে
ভোলা জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে ১০,০০০ টাকা হারে সর্বমোট ৪,৬০,০০০ টাকা অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মনজুর হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির, জনাব মোঃ মিজান সালাহউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও অংশীজন।