"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো জাতীয় সমাজসেবা দিবস-২০২৫।
নতুন আঙ্গিকে পালিত দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারী’২৪) সকাল সারে ১০ টায় শুরু হয় একটি ‘ওয়াকাথন’। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে বাজনার তালে তালে অনুষ্ঠিত ওয়াকাথনটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
ভোলার পুলিশ সুপার মোঃ শরীফুল হক ও সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রজত শুভ্র সরকারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়াকথন শেষে শুরু হয় কল্যাণ রাষ্ট্র বিষয়ে একটি মুক্ত আড্ডা। ভোলা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ব্যতিক্রমী আড্ডাটি পরিচালনা করেন জেলা প্রশাসক আজাদ জাহান। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আড্ডায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ গঠনে নতুন নতুন চিন্তা ও পরিকল্পনার কথা ব্যক্ত করেন তাদের মুক্ত চিন্তার মাধ্যমে। রাষ্ট্রের কল্যাণে তাদের মতামতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন উপস্থিত সকল গন্যমান্য ব্যক্তিগণ।
বাংলাদেশকে নতুন রূপে সাজানোর স্বপ্ন বুনার এই আড্ডায় বিশেষ ভাবে অংশগ্রহণ করেন পুলিশ সুপার শরীফুল হক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পুরো আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি সামছুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোসাদ্দেক আলী, সমাজসেবা অফিসার মিরাজ আহমেদ, নারী নেত্রি খালেদা খানম, জুলাই বিপ্লবের সমন্বয়ক রাহিম, আরিফ, এনি সহ বেশ কয়েকজন, সরকারী বালক-বালিকা বিদ্যালয় ও সরকারি শিশু পরিবারের বিভিন্ন শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী তরুন-তরুনীরা এবং জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আড্ডা শেষে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ও ওয়াকাথনে বিজয়ী ৬ জন তরুণ-তরুণীকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিশেষ অতিথিগণ। অন্যদিকে দিবসটি উপলক্ষে ভোলা সদর হাসপাতালে দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ ও সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করে জেলা সমাজসেবা দপ্তর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস