শিরোনাম
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির চেক বিতরণ অনুষ্ঠিত।
বিস্তারিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা
কর্মসূচীর আওতায় ২০২৪৫-২৫ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তিতে ২৭৩ জনকে জন প্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হারে সর্বমোট ১ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ০৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক ভোলা ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান মহোদয় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
উপপরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জয়নাল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির, জনাব মোঃ মিজান সালাউদ্দিনসহ অন্যান্য অংশীজন এ সময় উপস্থিত ছিলেন।
২৭৩ জন চেকগ্রহীতাদের মধ্যে ভোলা সদর উপজেলার ৭৮ জন, দৌলতখান উপজেলার ৩৭, বোরহানউদ্দিন উপজেলার ৪৫, তজুমদ্দিন উপজেলার ২০, লালমোহন উপজেলার ১৩, চরফ্যাশন উপজেলার ৫৪ এবং মনপুরা উপজেলার ২৬ জন রোগী।
সুবিধাভোগীদের মধ্যে ১৮৮ জন ক্যান্সার, ১৭ জন কিডনী, ১০ জন লিভার সিরোসিস, ১৭ জন স্ট্রোকে প্যারালাইজড, ২৪ জন জন্মগত হৃদরোগ এবং ১৭ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।
উল্লেখ্য যে, ভোলা সদর ব্যতীত অন্যান্য উপজেলার আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমরা সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।
উল্লেখ্য সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাগুলোও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।