০৩ ডিসেম্বর ভোলা জেলায় ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪' পালিত
"অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৩ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলায় ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪' উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৯:৩০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসক, ভোলা মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ মনজুর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় ০২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির নিকট ট্রাইসাইকেল এবং ৩৫ জন প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তির পরিবারের হাতে জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ১ লক্ষ ৫২ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা, জনাব সজল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির, জনাব মোঃ মিজান সালাহউদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব সাইদুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ভোলা'স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।