"এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন বাংলা ইশারা ভাষা'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর যৌথ উদ্যোগে আজ ০৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় ভোলা'স চিল্ড্রেন প্রতিবন্ধী কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সকাল ১১:০০ ঘটিকায় ভোলা'স চিল্ড্রেন প্রতিবন্ধী কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা।
সভাপতিত্ব করেন জনাব জনাব রজত শুভ্র সরকার, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা।
জনাব কাজী গোলাম কবির, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ভোলা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি জনাব মোঃ সাইদুর রহমান।
ভোলা'স চিল্ড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শওকত হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব আবু তাহের, প্রফেসর পারভীন আক্তার, শহর সমাজসেবা কার্যালয়, ভোলা এর সমন্বয় পরিষদের সভাপতি জনাব খালেদা খানম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
জনাব মিরাজ আহমেদ, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, ভোলাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভোলা'স চিল্ড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং সুধীবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। কিছু খন্ড চিত্র।