Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২২ এপ্রিল ভোলা জেলায় ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ পালিত।
বিস্তারিত
"স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা এর যৌথ উদ্যোগে আজ ২২ এপ্রিল ভোলা জেলায় ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ পালিত হয়েছে।


অটিজম নিয়ে একটি ছোট আলোচনা যা আমাদের জানা দরকারঃ
অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের এমন একটি জটিল প্রতিবন্ধকতা যা শিশুর জন্মের দেড়বছর হতে তিন বছরের মধ্যে প্রকাশ পায়। এ ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত: শারীরিক গঠনে কোন সমস্যা বা ত্রুটি থাকেনা এবং তাদের চেহারা ও অবয়ব অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই হয়ে থাকে। তারা পরিবেশ ও পারিপার্শ্বিকতার সাথে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করে চলতে পারেনা, যেমন- ভাষার ব্যবহার আয়ত্ব করতে না পারা একই ধরণের বা সীমাবদ্ধ কিছুকাজ বা আচরণের পুনরাবৃত্তি, অতিরিক্ত চঞ্চলতা, একই রুটিনে চলার প্রচন্ড প্রবণতা, অন্তর্মুখী হয়ে থাকা ইত্যাদি। তবে, অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা, কম্পিউটার পরিচালনা বা গাণিতিক সমাধানসহ অনেক জটিল বিষয়ে এ ধরণের ব্যক্তিরা বিশেষ পারদর্শী হয়ে থাকে।
অটিজমের কারণ এখনও অজানা। তবে অনেক গবেষক মনে করেন ১. জিনগত সমস্যা ২. রোগজীবানুর সংক্রমন ৩. শরীরের বিপাক প্রক্রিয়ার সমস্যা ৪. পরিবেশগত সমস্যা অটিজম আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে থাকে।
আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি সহমর্মী হয়ে, চেষ্টা করি তাঁর কষ্টকে অনুধাবন করার। সচেতন হই।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/04/2025
আর্কাইভ তারিখ
31/10/2025