আবেদন জমা দেয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০১৮
৩১ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন ফি বাবদ নির্ধারিত অর্থ আবেদন জমা দেয়ার সময় নগদ পরিশোধ করতে হবে।
আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
ক) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পরিষদের ওয়েব সাইট হতে আবেদন ফরম ডাউনলোড করা যাবে (পরিষদের ওয়েব সাইট www.bnswc.gov.bd)। আবেদন ফরমের ফটোকপিও ব্যবহার করা যাবে।
খ) হালনাগাদ কার্যকরী কমিটির তালিকা।
গ) কার্যকরী কমিটি কর্তৃক অনুমোদিত বিগত ৩ (তিন) বছরের আয়-ব্যয়ের হিসাব ও কার্যক্রমের বিবরণী।
ঘ) নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন সনদের কপি।
ঙ) বিগত বছরের নিরীক্ষা প্রতিবেদন।
নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্রসহ সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ব্যাপারে কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস