ক্রম |
কার্যক্রম |
সেবা |
সেবা দানকারী কর্তৃপক্ষ |
আর্থ সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ) |
|||
১ |
পল্লী সমাজসেবা কার্যক্রম |
১। নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:- আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা; সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার ঊর্ধে তাঁকে নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। ২। UPIC কর্তৃক অনুমোদন সাপেক্ষে ক্ষুদ্রঋণ মঞ্জুর করা হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
২ |
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম |
১। নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:- আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের কর্মদলের সদস্যা; সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার ঊর্ধে তাঁকে নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হয়। ২। UPIC কর্তৃক অনুমোদন সাপেক্ষে ক্ষুদ্রঋণ মঞ্জুর করা হয়।
পল্লী এলাকার দরিদ্র নারীদের সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান, সঞ্চয় বৃদ্ধি এবং মাথাপিছু সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান |
উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা |
৩ |
দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম |
১। নির্বাচিত মহল্লার স্থায়ী বাসিন্দা, যিনি:- আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত শহর সমাজসেবা কার্যক্রম কর্মদলের সদস্য; সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার টাকার ঊর্ধে তাঁকে নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হয়। ২। PIC কর্তৃক অনুমোদন সাপেক্ষে ক্ষুদ্রঋণ মঞ্জুর করা হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
৪ |
শহর সমাজসেবা কার্যক্রম |
১। নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:- আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত দগ্ধ অথবা সুবর্ণ কার্ডধারী সদস্য/সদস্যা। সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার ঊর্ধে তাঁকে নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হয়। ২। PIC কর্তৃক অনুমোদন সাপেক্ষে ক্ষুদ্রঋণ মঞ্জুর করা হয়।
|
শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
৫ |
আশ্রয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র ক্ষুদ্রঋণ কার্যক্রম |
নির্বাচিত আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা যিনি আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত আশ্রয়ন কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা; সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার ঊর্ধে তাঁকে নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। ২। UPIC কর্তৃক অনুমোদন সাপেক্ষে ক্ষুদ্রঋণ মঞ্জুর করা হয়।
|
উপজেলা সমাজসেবা কার্যালয়, চরফ্যাশন, ভোলা
|
সামাজিক নিরাপত্তা কার্যক্রম |
|||
৬ |
বয়স্ক ভাতা |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ৬৫+ বয়সী পুরুষ এবং ৬২+ বয়সী প্রবীণ মহিলা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
৭ |
বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ১৮+ বয়সী বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
৮ |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication
অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি বা তাঁর অভিভাবক এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে/ অভিভাবকের নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
৯ |
বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন ৫০+ বয়সী বেদে জনগোষ্ঠী এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১০ |
অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন ৫০+ বয়সী অনগ্রসর জনগোষ্ঠী এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১১ |
হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন ৫০+ বয়সী হিজড়া জনগোষ্ঠী এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১২ |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী বা তাঁর অভিভাবক এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১৩ |
বেদে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বেদে শিক্ষার্থী বা তাঁর অভিভাবক এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ/ অভিভাবকের নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১৪ |
অনগ্রসর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অনগ্রসর শিক্ষার্থী বা তাঁর অভিভাবক এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ/ অভিভাবকের নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১৫ |
হিজড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে https://mis.bhata.gov.bd/onlineApplication ভোলা জেলাধীন নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হিজড়া শিক্ষার্থী বা তাঁর অভিভাবক এ ভাতার জন্য আবেদন করতে পারেন। সমাজসেবা অফিসার MIS এর মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা ডাউনলোড করে যথাক্রমে ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা/ পৌরসভা কমিটি বরাদ্দ অনুসারে চূড়ান্তভাবে নতুন ভাতাভোগী নির্বাচনসহ অপেক্ষমান তালিকা প্রণয়ণ করেন। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে এন্ট্রিকৃত ডাটা অনুযায়ী নিজ/ অভিভাবকের নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়। ভাতাভোগী ও হিসাব নম্বর যাচাইকরণ সাপেক্ষে মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদন সাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর ‘নগদ’ হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১৬ |
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচি |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভোলা জেলাধীন উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অতঃপর জরিপের মাধ্যমে সংগ্রহকৃত তালিকা থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ভিক্ষুকদের মধ্য থেকে পুনর্বাসনে আগ্রহী ভিক্ষুকদের ইউনিয়ন/ উপজেলা কমিটির মাধ্যমে সাক্ষাতকার গ্রহণ, কাউন্সেলিং, উপযুক্ত ট্রেড নির্ধারণ, বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক কর্মসূচি বাস্তবায়ন করা হয়য়। সময়ে সময়ে কর্মসংস্থানের বিষয়টি কমিটি কর্তৃক মনিটরিং করা হয়। কোন সমস্যার সম্মুখীন হলে তা সমাধানের ব্যবস্থা নেয়া হয়। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
১৭ |
ক্যান্সার/ কিডনী/ লিভারসিরোসিস/ স্ট্রোকে প্যারালাইজড / জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য |
ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জমা নেয়া হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত গরীব রোগীদের সনাক্ত করে সমাজসেবা অধিদফতরের জনবল, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগীতায় বিদ্যমান নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রণয়নপূর্বক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসব দূরারোগ্য রোগে আক্রান্ত নির্বাচিত প্রত্যেক গরীব রোগীকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
এতিম, বিশেষ চাহিদাসম্পন্ন অবহেলিত, দুঃস্থ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন পুনর্বাসন |
|||
১৮ |
সরকারী শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন |
৬ থেকে ৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে কে আসন খালি থাকা সাপেক্ষে প্রতি বছর ডিসেম্বর মাসে শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা হয়। অভিভাবক কর্তৃক নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট শিশু পরিবারে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করেন। আবেদন প্রাপ্তির পর ভর্তি কমিটি কর্তৃক শিশু ও তাঁর অভিভাবকের সাক্ষাতকার গ্রহণ করার পর সিভিল সার্জন বা তাঁর প্রতিনিধির মাধ্যমে আবেদনকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই করে ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন করে এতিম শিশুকে ভর্তি করা হয়। শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন করার নিমিত্ত ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়। |
১। উপ-তত্ত্বাবধায়ক, ফাতেমা খানম সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলা
২। উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালিকা), চর নোয়াবাদ, ভোলা |
১৯ |
বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান |
সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত বেসরকারি এতিমখানাটিকে ন্যূনতম ১০ জন ৬-১৮ বছরের এতিম নিবাসী থাকতে হবে। ১০০% নিবাসী প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত সাপেক্ষে শতকরা ৫০ ভাগ শিশু এ সেবার আওতায় আসবে। নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর ৩১ জুলাই এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে আবেদন দাখিল করতে হয়। ১০ আগষ্টের মধ্যে উপজেলা অফিস হতে জেলায় এবং ২৫ আগস্ট এর মধ্যে জেলা কার্যালয় হতে সমাজসেবা অধিদফতরে বেসরকারি এতিমখানার তথ্য প্রেরণ নিশ্চিত করতে হয়। অতঃপর অধিদফতর হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করতে হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভার মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক মনোনীত বেসরকারি এতিমখানার বিপরীতে বরাদ্দপত্র অধিদফতর বরাবর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়। অধিদফতর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দপত্র প্রেরণ করা হয়। প্রাপ্ত বরাদ্দের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অফিসারের নিকট বিল দাখিল করলে যাচাই বাছাইপূর্বক উক্ত বিলে প্রতিস্বাক্ষর করে তা উপজেলা হিসাব রক্ষণ অফিসার কর্তৃক বিল পাশ করে উপজেলা সমাজসেবা অফিসারের দাপ্তরিক হিসেবে জমা হয়। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসার সংশ্লিষ্ট এতিমখানার সভাপতি/ সম্পাদকের অনুকূলে ক্রস চেকের মাধ্যমে ক্যাপিটেশন গ্রান্ট হস্তান্তর করেন।
|
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
২০ |
শিশু সুরক্ষা কার্যক্রম (CSPB) |
শিশু সুরক্ষার নিমিত্ত- বিভিন্ন শিখন ও প্রশিক্ষণ এর মাধ্যমে বিনামূল্যে সমাজকর্মী, প্রবেশন অফিসার, শিশুকল্যাণ বোর্ডের সদস্য ও অন্যান্য সমাজসেবীদের সক্ষমতা বৃদ্ধিকরণ; চাইল্ড হেল্পলাইন 1098 শক্তিশালী ও আধুনিকীকরণ; কেস ম্যানেজমেন্ট এর মাধ্যমে শিশুর ঝুঁকি নিরূপণ ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কাঠামো প্রস্তুত; শর্তসাপেক্ষে শিশু সুরক্ষা ভাতা প্রদান (বাল্য বিবাহ রোধ, ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ ); উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু সরক্ষা সমাজকর্মী নিশ্চিতকরণ; প্রতিবন্ধী শিশুবান্ধব সেবার ব্যবস্থা শক্তিশালীকরণ; প্রতিবন্ধী শিশুবান্ধব সেবা প্রদানের জন্য সৃষ্টিশীল মডেল প্রকল্প গ্রহণ; শিশুদের সেবা ও যত্ন বৃদ্ধিকল্পে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়ন; এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের যত্নের জন্য পরিবার এবং সমাজভিত্তিক বিকল্প পরিচর্যা পদ্ধতি অবলম্বন; শিশু অধিকার এবং শিশু সরক্ষা সম্পর্কিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও একাডেমিক ডিগ্রী বিশ্ববিদ্যালয়ে মাধ্যমে প্রবর্তন; সমাজকর্ম ও শিশু সুরক্ষার উপর মৌলিক সমাজসেবা প্রশিক্ষণ ও পেশাগত সমাজসেবা প্রশিক্ষণ প্রদান; সমাজকর্ম বাস্তবায়নের নিমিত্ত কার্যসম্পাদন পরবতী Frame work তৈরিকরণ; শিশু আইন ২০১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে সমাজসেবা অধিদফতরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা জনবল বৃদ্ধিকরণ; শিশু বান্ধব বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণ; শিশু সেবা হাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, মনোসামাজিক কাউন্সিলিং, বিনোদন প্রদান এর ব্যবস্থাগ্রহণ; শিশু নির্যাতন প্রতিরোধ এর নিমিত্ত সমাজভিত্তিক শিশুসুরক্ষা কাঠামো শক্তিশালীকরণ ও চাইল্ড হেল্পলাইন 1098 অধিকতর কার্যকর করণ; শিশু আইন ২০১৩ অনুযায়ী শিশুকল্যাণ বোর্ডের কার্যক্রম শক্তিশালীকরণ; শিশু সুরক্ষামূলক আইন-কানুন, বিধি-বিধান ও নীতি গ্রহণে এ্যাডভোকেসি প্রদান। |
১। উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা সমাজসেবা কার্যালয়, লালমোহন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালিকা), চরনোয়াবাদ, ভোলা |
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ উন্নয়ন ও পুনর্বাসন |
|||
২১ |
প্রতিবন্ধীতা শণাক্তকরণ |
প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও নিবন্ধন একটি চলমান কার্যক্রম। যে সকল প্রতিবন্ধি ব্যক্তি এখনো নিবন্ধিত হননি, তারা http://www.dis.gov.bd/ হতে ফরম ডাউনলোড করে কিংবা সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় হতে ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ এবং সংশ্লিষ্ট ডাক্তারের প্রত্যয়নসহ সংশ্লিষ্ট উপজেলা/ শহর সমাজসেবা অফিসার বরাবর জমা দিয়ে পরিচয়পত্র গ্রহণ করা যেতে পারে। এছাড়া অনলাইনেও দাখিল করতে পারবেন। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা |
২২ |
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম |
৬ থেকে ৯ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কে আসন খালি থাকা সাপেক্ষে প্রতি বছর ডিসেম্বর মাসে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রমের আওতায় আনার জন্য আবেদনপত্র আহবান করা হয়। অভিভাবক কর্তৃক নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করেন। আবেদন প্রাপ্তির পর ভর্তি কমিটি কর্তৃক শিশু ও তাঁর অভিভাবকের সাক্ষাতকার গ্রহণ করার পর সিভিল সার্জন বা তাঁর প্রতিনিধির মাধ্যমে আবেদনকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই করে ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন করে দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে ভর্তি করা হয়। শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন করার নিমিত্ত ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়।
|
রিসোর্স শিক্ষক, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, ভোলা |
সামাজিক অবক্ষয় প্রতিরোধ |
|||
২৩ |
প্রবেশন ও আফটার কেয়ার কর্মসুচী বাস্তবায়ন। |
মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধের দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্বাবধানে পারিবারিক /সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা গ্রহণ। কারাবন্দি ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান। সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেখে কিশোর /কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন অফিসার/সোসাল কেইস ওয়ার্কারের তত্বাবধানে কাউন্সিলিং এর মাধ্যমে শিশুর মানসিকতার উন্নয়ন এবং সংশোধন। |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। প্রবেশন অফিসার, প্রবেশন কার্যালয়, ভোলা |
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম |
|||
২৪ |
শহর সমাজসেবা কার্যালয়ের আর্থ -সামাজিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। |
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আসন খালি সাপেক্ষে আবেদনের সাথে সাথে এবং ভর্তির পর কোর্স ভেদে ৩-৬ মাস পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিবছর জানুয়ারী-জুন এবং জুলাই-ডিসেম্বর ২টি সেশনে (০৬ মাস মেয়াদী) শিক্ষার্থী ভর্তি করা হয়। ০১ মাস আগে থেকে ভর্তি কার্যক্রম শুরু করা হয়য়। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় অনুসৃত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ শেষে বোর্ড কর্তৃক ফলাফল মূল্যায়ণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। কম্পিউটার, ভূমি জরিপ, দর্জি বিজ্ঞান-বাটিক ও ব্লক, মোমের শো-পিস তৈরী ও অন্যান্য ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।
|
শহর সমাজসেবা কার্যালয়, ভোলা ফোন: ০২৪৭৮৮৯৪৩৩৪ |
২৫ |
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর নির্ধারিত ফরমে কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত প্রস্তুতকারক, কাঁশা/পিতল প্রস্তুতকারী, নকশী কাঁথা প্রস্তুতকারী, জুতা মেরামত/প্রস্তুতকারী, লোক শিল্প ইত্যাদি প্রান্তিক জনগোষ্ঠীর আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদন ওয়ার্ড কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় জেলা প্রশাসনের সহায়তা নিয়ে স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিত বিবেচনা করে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি ষ্ট্যান্ডার্ড লগ বুক (সিএসএলবি) অনুযায়ী উক্ত ৬টি আদি পেশার ব্যক্তিদের নিজ পেশার মান উন্নয়নে ৩ থেকে ৬ মাস (৩৬০ ঘন্টা) হাতে কলমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর ১৫% পরিবারের প্রতিনিধি সদস্যকে পরিবার প্রতি ১জন করে বা পরবর্তীতে সরকারি আদেশের দ্বারা নির্ধারিত সংখ্যক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সমাপনান্তে ৫০০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়। প্রতি ব্যাচে ৪০ জন করে শিক্ষানবিশ নির্বাচন করা হয়। প্রশিক্ষণ সমাপনান্তে যথোপযুক্ত পরীক্ষা গ্রহণ করে বিএমইটি/বাকাশিবো কর্তৃক সনদ প্রদান করা হয়।
|
উপজেলা সমাজসেবা কার্যালয়, দৌলতখান, ভোলা |
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহকে নিবন্ধন ও সহায়তা |
|||
২৬ |
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমুহ নিবন্ধন ও নিয়ন্ত্রন। |
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক সংগঠনের নাম করণের ছাড় পত্র প্রদান, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমুহ(নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশ ২(চ) ধারায় বর্ণিত সেবা মুলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/ প্রতিষ্ঠাণ/ সংগঠন/ বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন। |
জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা |
২৭ |
সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমুহের অনুদান প্রদানে সহায়তা |
গরীব, অসহায়, দুস্থ, দূর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিকে সাদা কাগজে আবেদন, জাতীয় পরিচয়পত্রের কপি ও আবেদনের স্বপক্ষে প্রমাণক) দিতে হয়। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাঁকে নির্ধারিত হারে অনুদান মঞ্জুর করা হয়। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্ধারিত ফরমে আবেদনপত্র দাখিল করতে হয়। ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ আবেদন বাছাই করে সুপারিশসহ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদে প্রেরণ করে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় |
১। উপজেলা সমাজসেবা কার্যালয়, ভোলা সদর/ দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা ২। শহর সমাজসেবা কার্যালয়, ভোলা ৩। জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা |
অসহায়, দুস্থরোগীদের অধিকার সুরক্ষা, কল্যাণ ও পুনর্বাসন |
|||
২৮ |
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম |
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র,চশমা , ক্র্যাচ, কৃত্রিম অংগ প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ করা । দাবিদার বিহীন ও পরিত্যাক্ত শিশুদের পুনর্বাসন করা। |
১। সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ২৫০ শয্যা হাসপাতাল, ভোলা ২। উপজেলা সমাজসেবা অফিসার, দৌলতখান/ বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা, ভোলা |
সকল ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন লিঙ্ক ঃ https://mis.bhata.gov.bd/onlineApplication
বিস্তারিত জানতে চাইলে সেবা বক্সে দেয়া লিংকগুলো ক্লিক করুন।