Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম/ আশ্রয়ন


সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের মাধ্যমে ভোলা  জেলার সকল উপজেলা ও শহর এলাকায় লক্ষ্যভুক্ত দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামজিক উন্নয়ন ও তাদের পরিবার ভিত্তিক দারিদ্র্য বিমোচনে বিশেষ ভুমিকা রাখছে। এ কর্মসূচির মাধ্যমে দগ্ধ ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করাসহ দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাদের দক্ষতাভিত্তিক অথবা ব্যক্তি যে কাজে অভিজ্ঞ ও পারদর্শী সে কাজের জন্য তাকে অথবা তার পরিবারকে ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করাই এ কর্মসূচির উদ্দেশ্য।


সেবা:

১। ক্ষুদ্রঋণ : দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১,০০,০০০.০০ টাকার ঊর্ধ্বে নয়, তাদেরকে ৫,০০০ টাকা থেকে ৩০,০০০.০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হয়ে থাকে। ঋণ গ্রহণের পর ৫% সার্ভিসচার্জসহ সমান ২০ কিস্তিতে পরিশোধ করতে হয়।


২। চিকিৎসা সহায়তা : দগ্ধ দরিদ্র ব্যক্তিকে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ সর্বোচ্চ ২০,০০০.০০ টাকা পর্যন্ত অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে।


সেবা গ্রহীতা:

নিম্ন আয়ের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১,০০,০০০.০০ টাকার ঊর্ধ্বে নয়।



সেবাদান কেন্দ্র:


ভোলা জেলাধীন 07 টি উপজেলা (ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ মনপুরা) সমাজসেবা কার্যালয় ও ০১ টি শহর সমাজসেবা কার্যালয়,

 

কার্যাবলি:

দগ্ধ ও প্রতিবন্ধী জরিপ;

প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভূক্তি

বৃত্তিমূলক/সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন

স্কীমসহ নির্ধারিত ফর্মে আবেদন

স্কীম এর সম্ভব্যতা যাচাই

উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচন;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;


নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র:


সুবিধাভোগী কর্তৃক ঋণ প্রাপ্তির পর তৃতীয় মাস হতে সমান ২০ কিস্তিতে অথবা স্কীম ভেদে ১, ২ বা ৩ কিস্তিতে ঋণের অর্থ শতকরা ৫ ভাগ সার্ভিসচার্জসহ ফেরত দেয়া;

দলীয় সদস্য কর্তৃক নিয়মিত নির্ধারিত হারে সঞ্চয় করা;

কার্যক্রমের মাধ্যমে সদস্যদের যে সকল বিষয়ে সচেতন করা হয় তা মেনে চলা;

কোন সুবিধাভোগী প্রাপ্ত ঋণের অর্থ নিয়মমত পরিশোধ না করলে তা আদায়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা;

সঠিক গ্রাম/মহল্লা ও উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনে কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ ও সহযোগিতা;

ঋণ প্রদানে কোন অসচ্ছতা পরিলক্ষিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অবহিত করা।


সেবা প্রদানের সময়সীমা:


কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনের পর সর্বোচ্চ ১৫ কর্ম দিবস।


সেবা পাওয়ার জন্য যার সাথে যোগাযোগ করতে হবে:


উপজেলা সমাজসেবা অফিসার, (ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ মনপুরা) উপজেলা;

সমাজসেবা অফিসার,শহর সমাজসেবা কার্যালয়, ভোলা



এক নজরে ভোলা  জেলার দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ

 

(ক) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম : বিনিয়োগ

ক্র: নং

উপজেলার নাম

খাতের নাম

মোট প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

স্কীম সংখ্যা

আদায়যোগ্য সা: চার্জসহ

আদায়কৃত সা: চার্জসহ

আদায়ের হার

১।

ভোলা সদর

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

১৭৬৬১৩৭

১৫২৪৭৮৭

১৩৮

১৫৯৭৮৯৫

৯৩১১১৫

৫৮%

২।

দৌলতখান

১৭২৯৯৩৭

১৪৪৪৭৮৭

২০১

৩০৩৪০৫২

৬০৩৫১৪

২০%

৩।

বোরহানউদ্দিন

১৭৩৪৩৫২

১১৩৬৮৩৭

১৭৫

১১৯৩৬৭৯

৪০৩৭৭৮

৩৪%

৪।

লালমোহন

১৭৩৫৩৯৯

১৪২৭৯৮৭

২৬৩

১৫৪২২৮৬

৩৮৯২৯৮

২৫%

৫।

চরফ্যাসন

১৭৮৩৩৯৬

১৪২১০০০

১৩৪

১৪৭২২০৫

১১৭৪৮২৪

৮০%

৬।

তজুমদ্দিন

১৬৯৫৮৭৭

১৪০৭৭০০

১৯৬

৩৮২৭৭১৫

১১৭৪৮২৪

৩১%

৭।

মনপুরা

১৬৯৫৮৭৭

১৩৭৫০০০

৬৩

৬৯৯৫৫০

১৪৮০৫০

২১%

৮।

ইউসিডি


১০২৬৮৫০

৬৯০০০০

৬৩

৭২৪৫০০

৬১৫৩০০

৮৪%

সর্বমোট =

১৩১৬৭৮২৫

১০৪২৮০৯৮

১২৩৩

১৪০৯১৮৮২

৫৪৪০৭০২

৩৯%


    (খ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম : পুন:বিনিয়োগ

ক্র: নং

উপজেলার নাম

খাতের নাম

বিনিয়োগকৃত তহবিল

স্কীম সংখ্যা

আদায়যোগ্য 

সা: চার্জসহ

আদায়কৃত 

সা: চার্জসহ

আদায়ের হার

১।

ভোলা সদর

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

১১০৩৮০০

১৬৩

১১৫৮৯৯০

৪৭৩৮২৯

৩৯%

২।

দৌলতখান


৩।

বোরহানউদ্দিন

৩০৯০০০

৪১

৩২৪৪৫০

৫৯৯৫৫

৪০%

৪।

লালমোহন

২৬০০০০

২২৬

২৯৬২০০

২০৩৭০০

৭৪%

৫।

চরফ্যাসন

৬৯৫০০০

১৬

৭২৯৭৫০

৬৪৪৯৬৩

৮৭%

৬।

তজুমদ্দিন

৬৯৫০০০

২৬

৭২৯৭৫০

৬৬১৭৬৩

১৫%

৭।

মনপুরা


৮।

ইউসিডি


সর্বমোট =

৩০৬২৮০০

৪৭২

৩২৩৯১৪০

২০৪৪২০৯



ঋণের পরিমাণ পরিবার ভিত্তিক ১০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত

 

আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি:


সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত আশ্রয়ন প্রকল্পটি সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচী। সমাজসেবা অধিদফতর ২০০১ খ্রিঃ থেকে প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামে বসবাসকারি দরিদ্র জনগোষ্ঠি,ভূমিহীন,গৃহহীন,ছিন্নমূল ও দুর্দশাগ্রস্হ পরিবারকে পূনর্বাসন এবং তাদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষন ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার জন্য আশ্রয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । পল্লী এলাকার দরিদ্র ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল পরিবারকে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋন প্রদান করে পুনর্বাসন করাই এ কর্মসূচির উদ্দেশ্য।


কর্মসূচীর উদ্দেশ্য:


সমাজের নিরাশ্রয় ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসন করা।

প্রকল্প ভূক্ত জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমিতি গঠন করা।

প্রকল্পভূক্ত জনগোষ্ঠীকে স্বকর্মে নিয়োজিত করার জন্য বিভিন্ন ট্রেডে ঋণ প্রদান করা।


লক্ষ্যভূক্ত পরিবার:


প্রকল্পের পূনর্বাসিত উপকারভোগীরাই ঋণ গ্রহণের যোগ্য বিবেচিত হবেন।

ঋণ গ্রহণকারীর (পুরুষ/মহিলা) বয়স আঠার বৎসর বা তদুর্ধ হতে হবে।

ঋণ গ্রহণকারী এ প্রকল্পের আওতায় বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত হতে হবে।

ঋণ সীমাঃ প্রকল্পভূক্ত জন/পরিবার প্রতি-২০০০/- হতে ১৫০০০/- টাকা পযন্ত ।


ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

 (ক) আশ্রয়ন প্রকল্প : বিনিয়োগ

ক্র: নং

কার্যালয়ের নাম

খাতের নাম

মোট প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

স্কীম সংখ্যা

আদায়যোগ্য সা: চার্জসহ

আদায়কৃত সা: চার্জসহ

আদায়ের হার

১।

চরফ্যাসন

আশ্রয়ন প্রকল্প

২৩০০০০০

২৩০০০০০

৫৪৪

২৪৮৪০০০

১৩১০১৩৫

৫৫%

সর্বমোট =

২৩০০০০০

২৩০০০০০

৫৪৪

২৪৮৪০০০

১৩১০১৩৫

৫৫%



    (খ) আশ্রয়ন প্রকল্প : পুন:বিনিয়োগ

ক্র: নং

কার্যালয়ের নাম

খাতের নাম

বিনিয়োগকৃত তহবিল

স্কীম সংখ্যা

আদায়যোগ্য সা: চার্জসহ

আদায়কৃত সা: চার্জসহ

আদায়ের হার

১।

চরফ্যাসন

আশ্রয়ন প্রকল্প

৪৯৩০০০

৮৪

৫৩২৪৪০

৮৮০০০

১৬%

সর্বমোট =

৪৯৩০০০

৮৪

৫৩২৪৪০

৮৮০০০

১৬%

ঋণের পরিমাণ পরিবার ভিত্তিক ১০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত