Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পল্লী সমাজসেবা কার্যক্রম


সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের আওতায় বাংলাদেশে সর্বপ্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূত্রপাত। ফলে এ কার্যক্রমটি বাংলাদেশ ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুতিকাগার এবং পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত। এ কর্মসূচি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সূচনা করে এক নতুন ও যুগান্তকারী ইতিহাস। সমাজসেবা অধিদফতর ১৯৭৪ সালে কর্মসূচির মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন কর্মদলে সুসংগঠিত করা হয়ে থাকে এবং সুদমুক্ত ক্ষুদ্র পুঁজি প্রদানের মাধ্যমে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে দেশের সকল প্রকার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে মোট ১৬ সদস্য বিশিষ্ট পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি (ইউপিআইসি) উপজেলা পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।



সেবা:

দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা;

দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়ন;

সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন;

পরিবার প্রতি সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ ;

আদায়কৃত সার্ভিস চার্জের অর্থ দিয়ে লক্ষ্যভুক্ত ব্যক্তিদের টেকসই সংগঠন (পল্লী সমাজেসবা গ্রাম সমিতি) সৃষ্টি ও গ্রাম সমিতি’র নিজস্ব পুঁজি গঠন।


সেবা গ্রহীতা:

নির্বাচিত গ্রামের বাসিন্দা;

পল্লী সমাজসেবা কর্মদলের দলীয় সদস্য;

যে সদস্যের পরিবারের বার্ষিক গড় আয় ৫০,০০০ টাকা পর্যন্ত (দরিদ্রতম) ‘ক’ শ্রেণি

পরিবারের বার্ষিক গড় আয় ৫০,০০১ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত (দরিদ্র) ‘খ’শ্রেণি

পরিবারের বার্ষিক গড় আয় ৬০,০০১ টাকার ঊর্ধ্বে (দারিদ্র্যসীমার ঊর্ধ্বে) ‘গ’ শ্রেণি

‘ক’ ও ‘খ’শ্রেণি ক্ষুদ্রঋণসহ অন্যান্য সেবা এবং গ শ্রেণি সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সামাজিক সেবা;


কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ:


ভোলা জেলায় মাঠপর্যায়ে ০৭ টি উপজেলার ০৭ জন উপজেলা সমাজসেবা অফিসার এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট।


জেলা পর্যায়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালকগণ মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি কার্যক্রমটি’র বাস্তবায়ন কর্তৃপক্ষ। উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কার্যক্রম বাস্তবায়ন কমিটির যথাক্রমে সদস্য-সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত। ইউনিয়ন সমাজকর্মী ও ট্রেনিং ইন্সট্রাকটরগণ গ্রাম পর্যায়ে সেবা গ্রহীতাগণের সাথে সরাসরি কাজ করে থাকেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ডসুপারভাইজার ইউনিয়ন সমাজকর্মী ও ট্রেনিং ইন্সট্রাকটরগণের কার্যক্রম তদারকী করেন এবং কার্যক্রমের সার্বিক সমন্বয়ে সমাজসেবা কর্মকর্তাকে সহায়তা করেন।


সেবাদান কেন্দ্র:

ভোলা জেলাধীন ০৭ টি উপজেলা সমাজসেবা কার্যালয়;


কার্যাবলি:

গ্রাম নির্বাচন;

গ্রাম জরিপ;

লক্ষ্যভুক্ত দরিদ্র জনগোষ্ঠিকে সংগঠিত করে দলগঠন;

গ্রাম/মহল্লা কমিটি গঠন;

সাক্ষর জ্ঞান প্রদান;

বিভিন্ন সামাজিক বিষয়ে উদ্বুদ্ধকরণ;

(পরিবার পরিকল্পনা, বাড়ীর আঙ্গিনায় সব্জিচাষ, সামাজিক বনায়ন, নিরাপদ পানি পান, স্যানিটেশন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি সচেতনতা, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়ের যত্ন, শিশুদের টিকা দান, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, শিশুদের স্কুলে প্রেরণ ইত্যাদি)

বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;

ক্ষুদ্রঋণ প্রাপ্তির জন্য নির্ধারিত আবেদন পত্রে আবেদনপত্র গ্রহণ;

আর্থ সামজিক উন্নয়নে উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচন;

চুক্তি সম্পাদন;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;

নিজস্ব পুঁজিসহ সংগঠন তৈরীতে সহযোগিতা।


সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপ সম্পন্নকরণপূর্বক ক ও খ গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিতপূর্বক অভ্যস্ত করানো হয়। অতঃপর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা সংশ্লিষ্ট সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক দাখিল করেন এবং আদায়কৃত সঞ্চয় প্রকল্প গ্রাম বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করেন। প্রস্ত্ততকৃত খসড়া তালিকা, আবেদনপত্র, স্কিম ফিল্ডসুপারভাইজার কর্তৃক পরীক্ষান্তে সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন। অতঃপর উপজেলা সমাজসেবা অফিসার ইউপিআইসির সভার আয়োজন করে ঋণ অনুমোদন করেন। অবশেষে নির্বাচিত ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক/নগদ টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে তাদের অবহিতপূর্বক ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।


নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র:


সুবিধাভোগী কর্তৃক ঋণ প্রাপ্তির পর ২য় মাস হতে সমান ১০ কিস্তিতে অথবা স্কীম ভেদে ১, ২ বা ৩ কিস্তিতে ঋণের অর্থ শতকরা ১০ ভাগ সার্ভিসচার্জসহ ফেরত দেয়া;

একজন ঋণগ্রহীতা প্রয়োজনে সর্বাধিক তিনবার ঋণ গ্রহণ না করা;

দলীয় সদস্য কর্তৃক নিয়মিত নির্ধারিত হারে সঞ্চয় করা;

কার্যক্রমের মাধ্যমে সদস্যদের যে সকল বিষয়ে সচেতন করা হয় তা মেনে চলা;

কোন সুবিধাভোগী প্রাপ্ত ঋণের অর্থ নিয়মমত পরিশোধ না করলে তা আদায়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা;

সঠিক গ্রাম/মহল্লা ও উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনে কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ ও সহযোগিতা;

ঋণ প্রদানে কোন অসচ্ছতা পরিলক্ষিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অবহিত করা।

 

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ:

বিনামূল্যে

 

সেবা প্রদানের সময়সীমা:

গ্রাম/মহল্লা নির্বাচনের পর ১ম বার ঋণ প্রদান ১ মাস;

পুনবিনিয়োগ/২য়/৩য় পর্যায়ের ঋণ প্রদান, আবেদনের পর ২০ দিন।

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তাঃ


১. উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)

২. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা

৩. পরিচালক (কার্যক্রম), সমাজসেবা অধিদফতর


একনজরে ভোলা জেলায় পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমঃ


০১ (ক)। ঘূর্ণায়মান তহবিল পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) : বিনিয়োগ

ক্র: নং

উপজেলার নাম

খাতের নাম

মোট প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

স্কীম সংখ্যা

আদায়যোগ্য সা: চার্জসহ

আদায়কৃত সা: চার্জসহ

আদায়ের হার

১।

ভোলা সদর

পল্লী সমাজসেবা কার্যক্রম (আর,এস,এস)

১৫৫৪১৪৯৯

১৪৯১১৪৯৯

২৬৭৩

১৬৪০২৬৪৯

১৩৩৮৮১২৮

৮২%

২।

দৌলতখান

১০৭৬৯৮৩২

৮৭১৯০০০

১৭৮০

৯৫৯০৯০০

৭৬৫০১৭০

৮০%

৩।

বোরহানউদ্দিন

১৩৪৫৭৪৪৩

১১৯৮৪৬০০

২৪০১

১৩১৮৩০৬০

৭৬৪০৯৫৮

৫৮%

৪।

লালমোহন

৯৯১১০২৭

৭৬২০৩৯০

১০০৩

৮৩৮২৪২৯

৫৬৪৯৬৯৯

৬৭%

৫।

চরফ্যাসন

১০৪০৬৬৩৭

৯০৬০২৩৭

১৩১৬

৯৯৬৬২৬১

৭২১৭৩৯২

৭২%

৬।

তজুমদ্দিন

৮৪৬০১২০

৬৬৩৫১২০

১১৭৯

৭২৯৮৬৩২

২৫৯৫১২০

৩৬%

৭।

মনপুরা

৮০১৮৩০১

৬৩৪২৫০০

১০০১

৬৯৭৬৭৫০

২৪৮৩০৮৫

৩৬%

সর্বমোট =

৭৬৫৬৪৮৫৯

৬৫২৭৩৩৪৬

১১৩৫৩

৭১৮০০৬৮১

৪৬৬২৪৫৫২

৬৫%


    (খ) ঘূর্ণায়মান তহবিল পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) : পুন:বিনিয়োগ

ক্র: নং

উপজেলার নাম

খাতের নাম

বিনিয়োগকৃত তহবিল

স্কীম সংখ্যা

আদায়যোগ্য 

আদায়কৃত 

আদায়ের হার

১।

ভোলা সদর

পল্লী সমাজসেবা কার্যক্রম (আর,এস,এস)

১৬১২৬৫০০

২৯৬০

১৭৭৩৯১৫০

১৪৫৮১২০৬

৮২%

২।

দৌলতখান

৬৭৪৫০০০

১৬৩৪

৭৪১৯৫০০

৩৭৩২১২৪

৫০%

৩।

বোরহানউদ্দিন

৩৪৯১৮০০

৬৭৯

৩৮৪০৯৮০

১৮০৩৯১২

৪৭%

৪।

লালমোহন

৩৩৭১৪০০

৫৪৯

৩৭০৮৫৪০

২৭৫৬৭৩২

৭৪%

৫।

চরফ্যাসন

৫৩৭১৩০০

৭২৩

৫৯০৮৪৩০

৩৬০৩৬৪৪

৬১%

৬।

তজুমদ্দিন

২৬৫২৭৬০

৭৫৮

২৯১৮০৩৬

১৮৫৫৯২০

৬৪%

৭।

মনপুরা

১৩০৯৫০০

৫৪১

১৪৪০৪৫০

৭৮৩৫৮৫

৫৪%

সর্বমোট =

৩৯০৬৮২৬০

৭৮৪৪

৪২৯৭৫০৮৬

২৯১১৭১২৩

৬৮%

  

ঋণের পরিমাণ পরিবার ভিত্তিক ৫,০০০/- থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত।