প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে প্রতিবন্ধী জনগোষ্ঠী সম্বন্ধে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধের পরিবর্তন লক্ষণীয়। সাম্প্রতিককালে বিভিন্ন দেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ আন্তর্জাতিক ফোরামে প্রতিবন্ধী বিষয়ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার প্রদান করেছে। বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে যে, সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব, ব্যধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতাহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ পরিস্থিতিজনিত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর তফসিল ১১ (ক) তে- বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও দারিদ্র দূরীকরণ কর্মসূচিতে, পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে, দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী নারী এবং বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির অর্ন্তভুক্তি নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে। অনগ্রসর অংশ হিসেবে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করছে। সামাজিক নিরাপত্তা বিধানে সরকার তার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচি’ বাস্তবায়ন করছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু কিশোরদের শিক্ষা লাভের সহায়তা হিসেবে ২০০৭-০৮ অর্থ বছর থেকে ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচি’ প্রবর্তন করা হয়েছে। শুরুতে মাসিক উপবৃত্তির হার প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চতর স্তরে ১০০০ টাকা ছিল। পর্যায়ক্রমে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও উপবৃত্তির হারও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রাথমিক স্তরে ৯০০, মাধ্যমিক স্তরে ৯৫০, উচ্চমাধ্যমিক স্তরে ৯৫০, উচ্চতর স্তরে ১৩০০ টাকা দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের সময় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হল, বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছর হতে G2P পদ্ধতিতে (Government to Person) উপবৃত্তি বিতরণ করা হচ্ছে।
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য
১. প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ ও উন্নয়ন
২. প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও পর্যায়ক্রমে মূলধারায় আনয়ন;
৩. শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ভর্তি, উপস্থিতির হার বৃদ্ধি, ঝরেপড়া রোধ করে সুশিক্ষায় শিক্ষিতকরণের মাধ্যমে
মনোবল বৃদ্ধি করা;
৪. জাতীয় উন্নয়নে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের অংশগ্রহণের হার বৃদ্ধি;
৫. প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রতকরণ;
৬. দরিদ্র প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা;
৭. প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের কল্যাণ ও সামাজিক সুরক্ষায় সরকার কর্তৃক গৃহীত স্বল্প,মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় সন্নিবেশিত করে বিভিন্ন লক্ষ্য অর্জনে ভূমিকা রাখা।
সংজ্ঞা:
‘প্রতিবন্ধী ব্যক্তি’ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩ এ বর্ণিত যে কোন ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন কোন ব্যক্তি;
আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ভাতার জন্য আবেদন’ করা যায়। আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication
সেবা প্রাপ্তির স্থান/অফিসের নাম:
ভোলা জেলার ০৭ টি উপজেলা (ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা) ও ০১ টি শহর সমাজসেবা অফিস
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:
(ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা)উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কার্যালয়ের জনবল
১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার
২. ফিল্ড সুপারভাইজার
৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী
৪. কারিগরি প্রশিক্ষক
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে (ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা) উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে শিক্ষা উপবৃত্তির আবেদন করতে হয়। আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication প্রাপ্ত আবেদন ইউনিয়ন/ পৌরসভা কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে ডাটা এন্ট্রি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়।, যাচাইকরণ এবং মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদনসাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর মোবাইল/ব্যাংক হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:
১. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;
২. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস
আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে প্রতিবন্ধী উপবৃত্তির জন্য আবেদন’ করা যায়। আবেদনের লিংকঃ //mis.bhata.gov.bd/onlineApplication
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/ আনুষঙ্গিক খরচ: বিনামূল্যে
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা:
১। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৩
২। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা
১। চেয়ারম্যান উপজেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)
২। উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা
৩। জেলা প্রশাসক, ভোলা
৪। পরিচালক (সামাজিক নিরাপত্তা), সমাজসেবা অধিদফতর
এক নজরে ভোলা জেলার বিভিন্ন ইউনিট ভিত্তিক প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তথ্যঃ
ক্রম |
উপজেলা/ কার্যালয়ের নাম |
ইউনিয়ন সংখ্যা |
পৌরসভার সংখ্যা
|
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রাথমিক @৯০০/-, মাধ্যমিক ৯৫০/-, উচ্চ মাধ্যমিক @৯৫০/-, উচ্চতর @১৩০০/- |
১ |
ভোলা সদর |
১৩ |
- |
প্রাথমিক- ২৬৩, মাধ্যমিক- ১০৩, উচ্চ মাধ্যমিক- ৪৯, উচ্চতর স্তর – ২৪ মোটঃ ৪৩৯ |
২ |
দৌলতখান |
০৯ |
০১ |
প্রাথমিক- ৮২, মাধ্যমিক- ২৮, উচ্চ মাধ্যমিক- ০৪, উচ্চতর স্তর – ০২ মোটঃ ১১৬ |
৩ |
বোরহানউদ্দিন |
১০ |
০১ |
প্রাথমিক- ০৮, মাধ্যমিক- ২০, উচ্চ মাধ্যমিক- ০৪, উচ্চতর স্তর – ০৫ মোটঃ ৩৭ |
৪ |
লালমোহন |
০৯ |
০১ |
প্রাথমিক- ৪৪, মাধ্যমিক- ২৩, উচ্চ মাধ্যমিক- ০৮, উচ্চতর স্তর – ০০, মোটঃ ৭৫ |
৫ |
তজুমদ্দিন |
০৫ |
- |
প্রাথমিক- ৫০, মাধ্যমিক- ২৫, উচ্চ মাধ্যমিক- ০৭, উচ্চতর স্তর – ০২ মোটঃ ৮৪ |
৬ |
চরফ্যাশন |
২০ |
০১ |
প্রাথমিক- ২০২, মাধ্যমিক- ২৩৯, উচ্চ মাধ্যমিক- ৪০, উচ্চতর স্তর – ২৭, মোটঃ ৫০৮ |
৭ |
মনপুরা |
০৪ |
- |
প্রাথমিক- ১৬ মাধ্যমিক- ১৫, উচ্চ মাধ্যমিক- ০২, উচ্চতর স্তর – ০২ মোটঃ ৩৫ |
৮ |
শহর সমাজসেবা কার্যালয় |
- |
০১ (০৯ টি ওয়ার্ড) |
প্রাথমিক- ১৬, মাধ্যমিক- ০৭, উচ্চ মাধ্যমিক- ০১, উচ্চতর স্তর – ০০ মোটঃ ২৪ |
র্সবমোট |
৭০ |
০৫ |
প্রাথমিক- ৬৮১, মাধ্যমিক- ৪৬০, উচ্চ মাধ্যমিক- ১১৫, উচ্চতর স্তর – ৬২ সর্বমোটঃ ১৩১৮ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস