সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করার লক্ষ্যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে জোরদারকরণের জন্য প্রতিটি হাসপাতালে আইন অনুযায়ী নিবন্ধিত রোগীকল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যমান রয়েছে। এ সংগঠন ১৯৬১ সনের ৪৬ নং ‘স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স’ এর আওতায় নিবন্ধিকৃত। সংগঠনটি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সমাজকর্মী, দানশীল ও বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। নিবন্ধিত সমিতিগুলো মূলত হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে সার্বিক সহায়তা প্রদানসহ রোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রোগীকল্যাণ সমিতির তহবিল সংগ্রহ ও সেবার মান উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করে থাকে। বর্তমান সরকারের নির্দেশানুযায়ী গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার জন্য চিকিৎসা সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভোলা জেলার সদর উপজেলা বাদে ৭ টি উপজেলায় উপজেলা হেলথ্ কমপ্লেক্সে রোগীকল্যাণ সমিতি গঠন ও নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে যা সরাসরি আর্তপীড়িতের সেবায় সম্পৃক্ত।
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:
ভোলা জেলাধীন ০৬ টি উপজেলা সমাজসেবা অফিসার, (দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা) রোগী কল্যাণ সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উক্ত কর্মকর্তাদের নাম, পদবী ও মোবাইল নম্বরঃ এ পোর্টালের “যোগাযোগ” অপশনে দেয়া রয়েছে। উক্ত কর্মকর্তার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা:
জেলার ক্ষেত্রে:
উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা
০৬ টি উপজেলায় রোগী কল্যাণ সমিতির প্রতিবেদন ‘ছক’ (উপকারভোগীর সংখ্যাগত বিবরণী)
ভোলা জেলার সদর ব্যতীত অপর ০৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত হাসপাতালে আগত গরীব, অসহায় ও দুস্থ রোগীদের রোগীকল্যাণ সমিতির মাধ্যমে ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ প্রদানের মাধ্যমে উপকৃত এবং আর্থিক, সামাজিক ও অন্যান্যভাবে উপকৃত রোগীর সংখ্যাঃ
ক্রম. |
উপজেলার নাম |
মোট উপকারভোগীর সংখ্যা |
মন্তব্য |
০১ |
দৌলতখান |
৪২৪ |
-- |
০২ |
বোরহানউদ্দিন |
১২১ |
-- |
০৩ |
লালমোহন |
১০০ |
-- |
০৪ |
তজুমদ্দিন |
৬৮৬ |
-- |
০৫ |
চরফ্যাশন |
১৫১ |
-- |
০৬ |
মনপুরা |
২৫৩ |
-- |
|
ভোলা জেলার মোট |
১৭৩৫ জন |
-- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস