হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। ২০২১-২২ অর্থবছর হতে এ কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে উপকারভোগীর ‘নগদ’ মোবাইল হিসাবে প্রেরণ করা হচ্ছে। ভোলা জেলায় এ পর্যন্ত ১১৪ জন হিজড়াকে শণাক্ত করা হয়েছে। শনাক্তকরণ চলমান রয়েছে।
২০১২-২০১৩ অর্থ বছর হতে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি জেলায় এ কর্মসূচি শুরু হয়। ২০১৩-১৪ অর্থ বছরে ভোলা জেলায় এ কর্মসূচি চালু করা হয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য :
৩. বয়স্ক হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান; ৫০ বছর বা তদুর্ধ বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বিশেষ ভাতা জনপ্রতি মাসিক ৬০০ প্রদান ;
বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূল স্রোতধারায় আনয়ন ;
প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা ১০,০০০/-( দশ হাজার) টাকা প্রদান।
সেবা প্রাপ্তির স্থান/অফিসের নাম:
ভোলা জেলার ০৭ টি উপজেলা (ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা) ও ০১ টি শহর সমাজসেবা অফিস
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:
(ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা)উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কার্যালয়ের জনবল
কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা ২০১৩
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে (ভোলা সদর/ দৌলতখান/বোরহানউদ্দিন/ লালমোহন/ তজুমদ্দিন/ চরফ্যাশন/ মনপুরা) উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর অনলাইনে ভাতার আবেদন করতে হয়। আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication প্রাপ্ত আবেদন ইউনিয়ন/ পৌরসভা কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে এমআইএসে ডাটা এন্ট্রি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' হিসাব খোলা হয়।, যাচাইকরণ এবং মাঠপর্যায়ের অফিস হতে পেরোল প্রেরণ করা হয়। প্রেরিত পেরোল অনুমোদনসাপেক্ষে আইবাস++ এর মাধ্যমে জিটুপি (Government to Person) পদ্ধতিতে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে উপকারভোগীর মোবাইল/ব্যাংক হিসাবে ভাতার অর্থ প্রেরিত হয়।
ট্রেডভিত্তিক জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ
সামাজিক বৈষম্যের কারণে হিজড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে সমাজে সমঅধিকার ও সাম্যতার ভিত্তিতে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে দিতে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীকে চিহ্নিত করে স্থানীয় চাহিদার ভিত্তিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানপূর্বক তাদের সমাজে পুনঃএকত্রিতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে আয়বৃদ্ধিমূলক কর্মসূচির সাথে সম্পৃক্ত করে তাদের জীবন-জীবিকার মান উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। প্রশিক্ষণ মডিউল অনুযায়ী জেলা ও উপজেলা কমিটির তদারকির মাধ্যমে সমাজসেবা অধিদফতরাধীন শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে লক্ষ্যভুক্ত হিজড়া জনগোষ্ঠীকে মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আনুষ্ঠানিক মনোসামাজিক কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধিমূলক মৌলিক প্রশিক্ষণ এবং রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশিক্ষণ মডিউলের মধ্যে অন্তর্ভূক্ত বিষয়সমূহ হচ্ছে হেয়ারকাটিং, বিউটিফিকেশন, ড্রাইভিং, কম্পিউটার, সেলাই, কাটিং, ব্লক, বাটিক ও হস্তশিল্প অথবা স্থানীয় চাহিদার ভিত্তিতে নির্ধারিত ট্রেডসমূহ।
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:
১. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;
২. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস
প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুষঙ্গিক খরচ: বিনামূল্যে
সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা: হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩
আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ‘অনলাইনে এ ভাতা/ উপবৃত্তির আবেদন’ করা যায়।
আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা :
উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা
এক নজরে ভোলা জেলায় হিজড়া ভাতা কর্মসূচির তথ্যাদিঃ
উপজেলার নাম |
ইউনিয়ন সংখ্যা |
পৌরসভার সংখ্যা
|
হিজড়া বিশেষ / বয়স্ক ভাতা খাতে প্রাপ্ত বরাদ্দ সংখ্যা (২০২৩-২৪ অর্থ বছর) |
ভোলা সদর |
১৩ |
- |
০১ |
দৌলতখান |
০৯ |
০১ |
০১ |
বোরহানউদ্দিন |
১০ |
০১ |
০১ |
লালমোহন |
০৯ |
০১ |
০৮ |
তজুমদ্দিন |
০৫ |
- |
১২ |
চরফ্যাশন |
২০ |
০১ |
০০ |
মনপুরা |
০৪ |
- |
০০ |
শহর সমাজসেবা কার্যালয় |
- |
০১ (০৯ টি ওয়ার্ড) |
০০ |
ভোলা জেলার সর্বমোট= |
৭০ |
০৫ |
২৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস