Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের তালিকা

০১। শহর সমাজসেবা কার্যালয়, ভোলার আওতাধীন প্রকল্প সমন্বয় পরিষদের মাধ্যমে ০৬ (ছয়) মাসে ব্যাপি কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং এর উপর প্রশিক্ষণ কোর্স চলমান।

1২। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিঃ-

বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভোলা জেলাধীন দৌলতখান উপজেলার মোট প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা:- কামার-৪৯ জন, নাপিত-১৪২ জন, বাঁশ ও বেত-৬৫ জন এবং মুচি-১১২ জন সর্বমোট = ৩৬৮ জন (জরিপ অনুযায়ী)। ইতিমধ্যে ৬৩ জনের সফট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৬০ জনকে (২০ জন ওস্তাদ  ও ৪০ জন সাগরেদ) স্বাল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চলমান।

০১। অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থান মূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভোলা জেলার বিভিন্ন উপজেলাধীন কম্পিউটার (মোলিক ও গ্রাফিক্স ডিজাইন) ও ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ।

০২। বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল সমাজসেবা অধিদতফর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদফতর। ৮ জানুয়ারি ২০২০ তারিখ ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির এর হাতে।

০৩। ২০১৯-২০ অর্থ বছরে সকল মন্ত্রণালয়/বিভাগের উদ্ভাবন ও কর্মপরিকল্পনায় সার্বিক মূল্যায়নে ‍"সমাজকল্যাণ মন্ত্রণালয়" প্রথম স্থান অধিকার করে।

০৪। সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগসুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যন্ত ৬২৬৩১ জন বয়স্ক ভাতাভোগী, ২৮,৩৪৮ জন  বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ১৯,২১৭ অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ৮১৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি, ২৪ জন হিজড়া জনগোষ্ঠীর বয়স্ক/বিশেষ ভাতাভোগী, ৭০৮ জন বেদে অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক/বিশেষ ভাতাভোগী, ১১৮৭ জন অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক/বিশেষ ভাতাভোগী এবং ৬৬৯ জন বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ২২৪ জন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিসহ সর্বমোট ১,১৩,৮২৫ জন ভাতাভোগীর নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে, সকল ভাতাভোগীর ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ১৯,৬০১ জন প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র প্রদান সম্পন্ন করা হয়েছে। ভাতাভোগীদের ই পেমেন্টের মাধ্যমে চলতি অর্থবছরে ১,১০,১৯৬  জন ভাতাগ্রহীতাকে ভাতা প্রদান করা হবে।  উপজেলা কার্যালয়সমূহ গতিশীল করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।