সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা, সমাজসেবা অধিদফতর অধীন জেলা কার্যালয়। সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্থ পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা সমাজসেবা কার্যালয়ের অধীন দপ্তরসমূহের মাধ্যমে গত তিন বছরে ০.৭৫৩৩৬ লক্ষ বয়ষ্ক ভাতাভোগী ০.৩৬৩৪৫ লক্ষ বিধবা স্বামী নিগৃহিতা মহিলা ভাতাভোগী এবং ০.৪০০২৪ লক্ষ অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ১.৩১৮ হাজার জন প্রতিবন্ধী শিক্ষাথীর উপবৃত্তিসহ সর্বমোট ১.৫৩০২৩ লক্ষ সুবিধাভোগীকে G2P (Government to Person) পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে। ০.৪৫৮৬৬ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধীতা সনাক্তকরণ, মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। ভোলা জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস