Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৫ অক্টোবর যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলায় বিশ্ব সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস ২০২৪ পালিত।
Details
"হাতে দেখলে সাদা ছড়ি  এগিয়ে এসে সহযোগিতা করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে  ১৫ অক্টোবর যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলায় বিশ্ব সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস ২০২৪' উদযাপন করা হয়েছে।


জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 


সকাল  ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসক, ভোলা মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


জনাব মোঃ আজাদ জাহান,  জেলা প্রশাসক ভোলা ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদা ছড়ি তুলে দেন।


জনাব মোঃ মনজুর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির, জনাব মোঃ মিজান সালাহউদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব সাইদুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 


ফটোঃ Suman Shamim
Image
Attachments
Publish Date
15/10/2024
Archieve Date
30/09/2025